নওগাঁ প্রতিনিধি
“মুজিব শত বষ উদযাপন স্কাউটিং এর উন্নয়ন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে স্কাউট সমাবেশ-২০২২ উপলক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট,আত্রাই শাখার সভাপতি মোঃ ইকতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ,স্কাউট,আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছালেক উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, সমন্বয়কারী (প্রোগ্রাম) আত্রাই উপজেলা শাখা ও লিডার ট্রেইনার, আঞ্চলিক উপ-কমিশনার (কাব) বাংলাদেশ স্কাউট, রাজশাহী অঞ্চল, রাজশাহী, প্রধান শিক্ষক আমরুল কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় তারেক মোঃ মাহবুব-উল, একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার সরকার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্র নাথ সাহা রনি, বাংলাদেশ স্কাউট, আত্রাই শাখার কোষাধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম, নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, আত্রাই দলিল লেখক মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক জয়সারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মালেকা বেগম, প্রধান শিক্ষক গুড়নই সরকারী প্রাথমিক বিদ্যালয় নুরজাহান খাতুন, সহকারী শিক্ষক ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সুমাইয়া শরিফ প্রমূখ।
Leave a Reply