আবুল কাশেম,নরসিংদী
নরসিংদী চরাঞ্চল আলোকবালীতে ৮ শ’ পরিবারের মুখে হাসিঁ ফোটানোর নিরন্তর চেষ্টা করেছেন আলোকবালি ইউনিয়নের সকলের প্রিয় সংগঠন আলোকবালি ইউনিয়ন সমাজ কল্যান যুব সংঘ। নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের আলোকবালি, পশ্চিম পাড়া, পুর্ব পাড়া,মধ্য পাড়া, উত্তর পাড়া, খোদাদিলা, কাজির কান্দি, সাত পাড়া, নেকজানপুর, বকশালিপুর, মুরাধ নগর ও বাখর নগর গ্রামের হতদরিদ্র, গরীব অসহায় আটশত পরিবারের মধ্যে সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রি উপহার তুলে দেয়া হয়।
আজ শনিবার বিকালে আলোকবালি বাজারস্থ সংগঠনের অস্হায়ী কার্যালয় হতে উপহার সামগ্রী বিতরন করা হয়।
উপহার সামগ্রির মধ্যে রয়েছে, পোলাউর চাল, ডাল, তেল, চিনি ও সেমাই।
এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের কার্যকরি কমিটির সিনিয়র সহ সভাপতি, শিক্ষানুবিশ আইনজীবি আরিফ চৌধুরি, সাধারন সম্পাদক সাখাওয়াতুল হক সোহেল, সহ সভাপতি শিক্ষানুবিশ আইনজীবি সাংবাদিক আবুল কাশেম, সহ সভাপতি ফুরকান সরকার, সহ সভাপতি কাউছার আলম, নির্বাহী সদস্য অলি আহম্মেদ, আব্দুল জলিল মাস্টার, কাউছার মাস্টার, নাজমুল স্যার, সাকিবুল হক, ওয়াসিম আক্রাম,নাছির মিয়া প্রমুখ।
সংগঠেনের সভাপতি জিটিভির স্পেন প্রতিনিধি তামিম আবু বকর মোবাইল ফোনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে কাজ করে গেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।তিনি জানান, যত দিন করোনা প্রার্দুভাব থাকবে ততদিন আলোকবালি ইউনিয়ন সমাজ কল্যান যুব সংঘের এই কার্যক্রম অব্যহত থাকবে ইনশাল্লাহ।
জোনাকি টেলিভিশন/ এমএকে/এসএইচআর/২৩-০৫-২০ইং
খোদাদিলা