নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে ছয় শতাধিক গরীব দুস্থ নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর এলাকার মো. মোছলেহ উদ্দিন আবু চেয়ারম্যান ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফরিদ।
এসময় প্রত্যেক পুরুষ ও নারীর হাতে ঈদের উপহার শাড়ি ও লুঙ্গি তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ সরকার, দপ্তর সম্পাদক এ্যাড. আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবদুল খালেক, চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ও সোলেমান হোসেন মৃধা কামাল, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নয়ন শিকদার, আপেল মাহমুদ , কামাল হোসেনসহ প্রমুখ।
মো. মোছলেহ উদ্দিন আবু চেয়ারম্যান ট্রাস্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ফরিদ বলেন, সারাদেশে করোনার মহামারীর কারণে করোনা প্রতিরোধে লকডাউন চলছে। যার ফলে লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এর আগে আমাদের ট্রাস্ট্রের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারের ঈদে এসব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
Leave a Reply