শেখ মানিক:
সারাদেশে ন্যায় নানা আয়োজনে নরসিংদীর শিবপুরে উৎসব মূখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি,পুষ্পমাল্য অর্পণ আর কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’’ এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। শিক্ষা, শান্তি, আদর্শের পতাকাবাহী প্রানের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর গৌরব ও সাফল্যের ১৪বছর। এ উপলক্ষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আয়োজনে শিবপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়।
মঙ্গলবার (২৯সেপ্টেম্ববর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খন্দকার শাহীন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি ওবায়দুল হক, শিবপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রুবেল ভূইয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল কবির সাকিল সহ উপজেলা, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
Leave a Reply