নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো) এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। রবিবার (২৩ মে) সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ঢাকা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মাইনুদ্দীনকে সভাপতি এবং গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা এর প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে মহাসচিব করে এ কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাবেশিকফোর কেন্দ্রীয় কমিটি গঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো) এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ( ট) অনুযায়ী চলতি বছরের ১২ ফেব্রুয়ারী সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারনী উইং কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করে। এডহক কমিটি দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ঢাকা মহিলা কলেজ’র অধ্যক্ষ মোঃ মাইনুদ্দীনকে সভাপতি এবং সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা এর প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে মহাসচিব হিসেবে মনোনীত করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের (বাবেশিকফো) এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠনের সাবেক সহ-সভাপতি জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কেরাণীগঞ্জ, ঢাকা এর প্রধান শিক্ষক আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
Leave a Reply