রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১১ টায় শ্রীরামপুর কৃষি প্রশিক্ষণ হলে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা খামার বাড়ির লেবু জাতীয় ফসলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোস্তফা কামাল ও মোশারফ করিম ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করে উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
প্রশিক্ষণে মাল্টা ও লেবু জাতীয় ফসলের ব্যবস্থাপনা সম্প্রসারণ সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে মাল্টার চারা, সারসহ প্রভৃতি কৃষি সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply