নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রিন জেনারিক এর বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
শনিবার (০৫ জুন) সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়।
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা বেগম ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। রোপিত বৃক্ষের মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি। মাস ব্যাপি চলবে গ্রীন জেনারিক সংগঠনের এ কর্মসূচী।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রিন জেনারিক এর প্রতিষ্ঠাতা ফায়জুল কবির, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, নরসিংদী মডেল কলেজের প্রভাষক মহসিন খন্দকার, চিত্র শিল্পী আল আমিন, কবি আখতার জামান ও সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
গ্রিন জেনারিক এর প্রতিষ্ঠাতা ফায়জুল কবির বলেন, আমাদের এ কর্মসূচী মাস ব্যাপি চলবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নাই। এ বর্ষা মৌসুমে নিজের বাড়ি আঙ্গিনায় অন্তত দুটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
Leave a Reply