নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও বেগবান করতে রবিবার (৬ জুন) উপজেলার ওয়ান্ডার পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন ভুইঁয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শিক্ষাবিদ লায়লা কানিজ লাকি, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply