লক্ষন বর্মন
দাস নাট্যকার, গীতিকার ও উপন্যাসিক রাজীব মণি দাস প্রথমবারের মত কন্যা সন্তানের জনক হলেন। গত ২ জুন (বুধবার) বিকেল ৪:১০-এ তার স্ত্রী অর্পনা মণি দাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ রয়েছেন।
কন্যার নাম রাখা হয়েছে ‘রাজশ্রী মণি দাস’। লেখক দম্পতির কোলজুড়ে আসা এ কন্যা শিশুর আগমনে তার পরিবারের সকল সদস্যদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। আনন্দে আত্মহারা রাজীব মণি দাস তার কন্যা ও স্ত্রীর জন্য সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
কন্যা সন্তানের আগমনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে লেখক, সাংবাদিক, পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীগণের পাঠানো একের পর এক অভিনন্দন বার্তা গ্রহণ করেন। আনন্দের এই খবর নিজের ফেসবুকে কন্যার ছবিসহ ছড়িয়ে দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply