1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন

শিবপুরে মদপানের অপরাদে প্রাইভেটকারসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১২৩ বার পঠিত

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মদপানের অপরাধে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের সাথে থাকা একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার (৮ জুন) ভোরে উপজেলার ইটাখোলা চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নরসিংদীর মনোহরদী উপজেলার আমতলী মাইজদা গ্রামের হিরালাল চন্দ্র শীলের ছেলে সবুজ চন্দ্র শীল (৩২), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বাগান গ্রামের আব্দুল জলিলের ছেলে মাধবদী এলাকার ভাড়াটিয়া আব্দুল্লাহ আল রাজি (৩০), মাধবদী থানাধীন শেখেরচর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মো: আমির হোসেন (৩২) ও একই উপজেলার কুড়েরপাড় এলাকার জয়নাল মিয়ার ছেলে মো: নাঈম মিয়া (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী হতে ইটাখোলাগামী একটি প্রাইভেটকার শিবপুর কলেজ গেইট এলাকায় পৌছলে থামানোর জন্য সিগন্যাল দেয় টহলরত পুলিশ। এসময় গাড়িটি সিগন্যাল অমান্য করে চলে যেতে থাকলে ইটাখোলায় পুলিশ চেকপোস্টের পুলিশ গাড়িটি আটক করে। পরে গাড়িতে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এসময় তাদের মুখ থেকে মদের দুর্গন্ধ পাওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা মদপানের কথা স্বীকার করে এবং মদপানের পক্ষে কোনপ্রকার অনুমতিপত্র দেখাতে পারেনি। পরে শিবপুর উপজেলা হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তারা মদপান করেছে বলে চিকিৎসাপত্র দেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: সালাহ উদ্দিন মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..