মোঃ সাইফুল ইসলাম রায়হান, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৬৮ জনে। বৃহস্পতিবার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শংকর কুমার জানান, মঙ্গলবার ও বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ২২ টি নমুনা পরীক্ষায় ১৪ টি পজিটিভ এসেছে। সবমিলিয়ে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বুধবার দিবাগত রাতে চারঘাটের করোনা আক্রান্ত আব্দুল হক (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
গত সোমবার (৭) জুন চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পরীক্ষায় আব্দুল হকের করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার বিকালে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলে সন্ধার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, চারঘাটে করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে। দুই দিনে ২১ জন আক্রান্ত। সবাই স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সবাইকে মাস্ক ব্যবহার ও সামজিক দূরুত্ব নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
Leave a Reply