মোঃ সম্রাট আলী, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রো করে মালিথা গ্রুপ ও মন্ডল গ্রুপের মাঝে সংঘর্ষে ১৫ টি থেকে ২০ টি ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন আছে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী আর জানান, শুক্রবার সকাল অনুমানিক ৭ টার দিকে রনজেত মাল পাওনা ১ হাজার টাকা চাইতে যায়, একই এলাকার মৃত হাফেজ মন্ডলের ছেলে সামেদ মন্ডলের বাড়িতে। টাকা চাওয়াকে কেন্দ্রো করে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে গ্রাম জুড়ে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বাধে, এ সময় ১৫ থেকে ২০ টি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে মালিথা গ্রুপের লোকজন দাবি করে, মন্ডল গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র শস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালিয়ে আমাদের তিন জনকে গুরুতর আহত করেছে এবং বাড়িঘর ভাংচুর লুটপাট করেছে।
মন্ডল গ্রুপের এনামুল জানান, আমাদের লোকজন কে মালিথারা মারধর করলে আমারা তাদের ধাওয়া দেই, তারা বাড়ি থেকে পালিয়ে বাড়ির পিছন থেকে আমাদের উপর হাতবোমা হামলা চালায়, ফলে বোমাগুলো তাদের বাড়িতেই পড়ে এবং বিস্ফারণ হয়। তাদের বাড়িঘর তারা নিজেরাই ভাংচুর করেছে আমাদের ফাঁসানোর জন্য।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সংঘর্ষে খবর পেয়ে সাথে সাথে সেখানে আমি নিজে উপস্থিত হয়ে তিন জনকে আটক ও সংঘর্ষে ব্যবহৃত দেশিয় অস্ত্র ও ককটেলের আলামত উদ্ধার করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply