1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় নতুন করোনা শনাক্ত ৬১, মৃত্যু ৩ শনাক্তের হার ৩১.৪৪ শতাংশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৬৩ বার পঠিত

মোঃ সম্রাট আলী, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ায় গত ১দিনে (২৪ ঘণ্টায়) করোনায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। একই সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের হার ৩১.৪৪শতাংশ।তিনজনের মধ্য কুষ্টিয়া সদরে ১ জন, দৌলতপুরে ১ জন, মিরপুরে ১ জন।

শুক্রবার রাত ১০টার দিকে জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,২০৫ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০৫ জনের নমুনার বিপরীতে শনাক্তের হার ৩১.৪৪ শতাংশ।৬১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাতেই ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া কুমারখালী উপজেলায় ০২ জন, দৌলতপুর উপজেলায় ০৬, ভেড়ামাড়া উপজেলায় ০১, মীরপুর উপজেলায় ০৪, খোকসা উপজেলায় ০৪। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশনে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬২ জন করোনা রোগী।সব নিলিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৫১৯ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ড সূত্র বলছে, সেখানে তিনটি ওয়ার্ডে বেড রয়েছে ৭৪টি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাধারণ অন্যান্য ওয়ার্ড প্রায় পাঁচ শতাধিক রোগী ভর্তি আছ। যেভাবে করোনা রোগী ভর্তির হার বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করে ফেলতে হতে পারে। পরিস্থিতি যত খারাপই হোক কুষ্টিয়ার বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি বা সরকারি বিধিনিষেধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..