নিজস্ব প্রতিবেদক
শুভ, শুভ, শুভ জন্মদিন, অংকন সোনামনির জন্মদিন। জোনাকী টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার লক্ষন বর্মণের একমাত্র সন্তান হাটিহাটি পা পা করে আজ দুই বছর পূর্ণ কররো অংকন বর্মণ। তার দ্বিতীয় জন্ম বার্ষিকীতে জোনাকী টেলিভিশন পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে তার দীর্ঘায়ূ কামনা করে শুধু এই দোয়াই করছি ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে । সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তোমার জীবন, নিষ্কন্ঠ হোক আগামীর পথচলা। এই প্রত্যাশায় আমরা জোনাকী টেলিভিশনের সকল স্টাফ ও কলা-কৌশলিরা।
Leave a Reply