নিজস্ব প্রতিবেদক
সোমবার ১৪ থেকে ১৬ জুন সারা দেশে গ্যাসের সংকট থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে এখন সাগর উত্তাল। ফলে এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। এজন্য সোমবার থেকে ১৬ জুন বৃধবার পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। সাময়িক এই সমস্যার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এ কারণেই আগামী তিনদিন সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এর ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: [email protected]
Copyright © 2023 Jonakitv.com. All rights reserved.