শেরপুর প্রতিনিধি
শেরপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ৷ সোমবার (১৪ জুন) দুপুরে সদর থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ওসি মনসুর আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ হান্নান মিয়া ৷
মতবিনিময় সভায় শেরপুর সদরের তীব্র যানজট এবং সদর উপজেলায় মাদক, জুয়াসহ অন্যান্য অপরাধের চিত্র তুলে ধরেন সাংবাদিক নেতারা ৷ সেগুলো নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন ৷
এ সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সেগুলো নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়৷
সভায় আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমূখ৷
Leave a Reply