নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
আটোয়ারী উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মোঃ রমজান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আঃ মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামঅন্যানের মধ্যে আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিদায়ী অফিসার জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন উপজেলার ১০ জন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা, ১জন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, ২জন শিক্ষার্থীদেরকে নিজস্ব তহবিল থেকে নগত অর্থের চেক বিতরণ করেন।
Leave a Reply