ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের আইন শৃংখলা কমিটির সভায় মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন কে আমন্ত্রণ করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (১৭ই জুন) মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ। তিনি বলেন ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মহেশপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর মহেশপুর উপজেলা পরিষদের আইন শৃংখলা কমিটির সভাপতি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কে তার সরকারী অফিসে বিযয়টি অবিহিত করার পরও এ বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সভা ও করোণাকালীন পূর্নবাসন কমিটির সভায়ও সরকারী দলের প্রতিনিধি কে আমন্ত্রণ জানানো হয় না।
বিষয় টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন।
Leave a Reply