রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মতলেব-মেহের ফাউন্ডেশন।
শনিবার (১৯ জুন) উপজেলার শ্রীরামপুরবাজারস্থ্য নূর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতলেব-মেহের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ভুইয়া ইতুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
শ্রীরামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদ, শ্রীরামপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ দুলাল চন্দ্র সাহা, আরকেআরএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইদ্রিছ আলী মুন্সী প্রমূখ।
এসময় বক্তারা রায়পুরা থানায় কর্মরত থাকাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত পুলিশের উপপরিদর্শক মনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply