নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং বিস্তার রোধে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী সাতটি জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো, নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। তবে নরসিংদী ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়া সত্ত্বে করোনা পরিস্থিতি অতটা খারাপ না এ জেলাকে লকডাউনের বাহিরে রাখা হয়েছে।
এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সময়ে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।
সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অন্য কোন জেলা প্রশাসন চাইলে লকডাউন দিতে পারবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এসব জেলা ছাড়াও ঝুঁকিপূর্ণ অন্য জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে। এসময়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। এসময় পণ্যবাহী যান ছাড়া এসময় সকল যান চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply