নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। সোমবার ভোর পৌনে চারটা দিকে শহরের কোতয়ালী থানাধীন চাচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা ৯২ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা দক্ষিনপাড়া গ্রামের মোঃ মোসলেম আলী গুলদারের ছেলে মোঃ মোনায়েম গুলদার (৫৯) ও তার ছেলে মোঃ লিটন হোসেন (২৮) এবং বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মান্নান প্রধানের ছেলে মোঃ রিপন প্রধান @ মাটি (২৬)।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোঢেন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর সমন্বয়ে একটি চৌকশ টিম বেনাপোল থেকে যশোরগামী ১টি ইজিবাইকযোগে আসা ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ৯২ বোতন ফেনসিডিলমহ ৩ টি মোবাইল সেট ও ইজিবাইকটি জব্দ করে পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।
Leave a Reply