নরসিংদী জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য নিযুক্ত নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
(২৩ জুন) বুধবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডকে বেগবান করতে জেলার সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা চাই। অতীতে আপনারা যেমন জেলা প্রশাসনের পাশে ছিলেন ঠিক তেমনি করে আপনারা আমাকে সহযোগিতা করলে নরসিংদী জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে দৃঢ বিশ্বাস।
তাই আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি সততার সাথে এই জেলায় কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা পেলে অতীতেরর মতো এ জেলার উন্নয়নের ধারা আব্যহত থাকবে।
নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply