মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে করোনা মোকাবিলায় সচেতনতামূলক সভা ও দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর নবযোগদানকৃত জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, মনোহরদী পৌরমেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা।
এছাড়া বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনীতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply