রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে শারিরীক দুরত্ব বজায় রেখে রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১জুলাই) সকালে প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে ক্লাবের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা হয়।
সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ এঁর পরিচালনায় মত বিনিময় সভায় করোনা মহামারী মোকাবেলায় সরকারের সহযোগি হয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও স্বাস্থ্য বিধি মেনে সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রেখে মাঠে কাজ করবেন বলে একমত পোষন করেন। এসময় প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ- সভাপতি মো: রফিকুল হক রফিক, যুগ্ম সাধারন সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিমসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply