রায়পুরা ( নরসিংদী ) প্রতিনিধি :
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
এদিকে সরকারের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে রয়েছেন রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকরাও।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মারুফ খাঁন এর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন ও সহকারী কমিশিনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার সেনাবাহিনীকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০১ জুলাই) হতে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করবে।
Leave a Reply