মোঃমুরাদ হাসান, শেরপুর :
শেরপুরে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ৷
১ লা জুলাই সকাল থেকেই শেরপুরে পৌর শহরের সব গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়ার দায়ে কয়েকজনকে আটক করা হয়।
এদিকে জেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে জেলা পুলিশ । পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে শহরের বিভিন্ন স্থানে টহল ।
এদিকে লকডাউন কার্যকর করতে আজ সকাল থেকেই শেরপুরে কাজ করছে সেনাবাহিনীর ১০০ জন সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ১প্লাটুন ব্যাটেলিয়ান আনসার সদস্য।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিনা প্রয়োজনে কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, আমরা শহরে শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান এলাকাগুলোতে অভিযান চালাচ্ছি। কেউ নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হচ্ছে ৷
শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন জানান লকডাউন কার্যকর করতে শহরের প্রতিটি প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে ৷ অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বাইরে বের হতে পারবে না। শুধুমাত্র জরুরী সেবার পরিবহন ছাড়া অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না ৷
Leave a Reply