মোঃ আতাউর সানি, আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে আড়াই হাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সহ বন্ধ রয়েছে সব ধরনের দোকান পাট। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই পড়তে হয় প্রশাসনের কর্মকর্তাদের জেরার মুখে, কি কারনে বের হয়েছে উপযুক্ত প্রমাণ না দিতে পারলে আটক করা হচ্ছে।
আঞ্চলিক সড়ক গুলোতে রিক্সা ও জরুরি পণ্য সরবরাহ ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কে কিছু ব্যক্তিগত গাড়ি এবং পণ্য সরবরাহ ট্রাক চলছে। মানুষ কে ঘরে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
সরকারি ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়ন করতে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন এর নেতৃত্বে আড়াইহাজার চৌরাস্তায় অভিযান চালানো হয়।
Leave a Reply