মোঃ সাইফুল ইসলাম রায়হান, রাজশাহী:
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত সাত দিনের লকডাউনে কঠোর অবস্থানে চারঘাট প্রশাসন। সরকারি নির্দেশনা কার্যকর করতে রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানীকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চারঘাট মডেল থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী বলেন, সরকারি সকল নির্দেশনা কার্যকর করতে আমরা মাঠে কাজ করছি।
Leave a Reply