নরসিংদীর রায়পুরায় পল্লী বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে থাকায় প্রায় ৬লক্ষাধিক টাকার পাঙ্গাস মাছ মরে গেছে। এতে একেবারেই নি:স্ব হয়ে গেছে মৎস্য চাষী জাকির হোসেন। উক্ত ঘটনার জন্য দায়িত্বরত স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন ক্ষতিগ্রস্থ জাকির হোসেন।
উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থের শিকার জাকির হোসেন জানান, আমার বাড়ি পাশ্ববর্তি নবিয়াবাদ গ্রামে। আমি এখানে ১০ টি পুকুর লিজ নিয়ে মাছের চাষ করি। দীর্ঘ প্রায় ১ বছর ধরে এ পাঙ্গাস মাছের পরিচর্চা করে আসছি। বর্তমানে মাছগুলো বিক্রি উপযুক্ত হয়েছিল। হঠাৎ করে বৃহস্পতিবার বিকালে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্রে কল দিলে তারা আসতে দেরি হয়। ততক্ষনে পুকুরে থাকা প্রায় ৫ হাজার পিস পাঙ্গাস মাছ মরে যায়। মাছগুলো ওজন হবে ৬/৭ টন। আনুমানিক বাজার মূল ৬লাখ টাকা। মাছের খাবারের টাকা সম্পুর্ন বাকীতে ক্রয় করা। আমি এখন নি:স্ব হয়ে গেলাম।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃস্টি কামনা করছেন জাকির হোসেন।
Leave a Reply