1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন

নরসিংদীর চরাঞ্চলে দুই গ্রুপের টেটাযুদ্ধে আহত ৮

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৫ বার পঠিত
নরসিংদী জেলা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের টেটাযুদ্ধে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী, গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯), অহর উদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের লোকজন টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাঁবিদ্ধ হয়ে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে গুরুতর আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকীরআ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের দ্বন্ধে এ সংঘর্ষ বাধে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..