নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষে প্রথম কর্ম দিবসেই মাঠে নেমেছেন সদ্যযোগদানকৃত ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন তিনি। ডামুড্যা উপজেলার সমস্ত কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করছেন।
সোমবার (০৫ জুলাই) সকালে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। যোগদানের পর পরই মাঠে নেমে পড়েছেন ইউএনও। বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লা ঘুরে বেড়িয়েছেন তিনি।
লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রমে সাথে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল সহ পুলিশ সদস্য।
Leave a Reply