নওগাঁ প্রতিনিধি
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলছে বৈশ্বিক মহামারী করোনা’র দ্বিতীয় ঢেউ। করোনার এই দ্বিতীয় ঢেউ সামলাতে চলছে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। করোনায় বিপাকে পড়া অসহা মানুষকে সহায়তা করতে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অসহায়, ক্ষতিগ্রস্থ মানুষদের নানা ভাবে সহায়তা দিচ্ছে আত্রাই উপজেলার ১নং সাহাগোলা ইউনিয়নের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ ও উপজেলা ছাত্র লীগ।
করোনা পরিস্থিতির এই সময়ে দেশের বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ পড়েছে দূর্বিপাকে। কেউ বা কাজ হারিয়ে অর্থ কষ্টে ভূগছে,কেউ বা করোনা রোগী নিয়ে পড়েছে বিপাকে। চলমান লকডাউনে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো কাজ না পেয়ে তাদের পরিবারের জন্য মিলাতে পারছে না প্রয়োজনীয় খাদ্য। জরুরী মুহুর্তে অক্সিজেন সিলিন্ডার, এ্যাম্বুলেন্স, শিশু খাদ্যসহ অনেক পরিবারই বিভিন্ন সংকটে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় এগিয়ে এসেছে আত্রাই উপজেলা ছাত্র লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত কয়েকদিন ধরে এ কার্যক্রম ব্যাপক ভাবে শুরু করেছে সংগঠনটি। সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে টেলিহেল্থ, ফ্রি অক্সিজেন সিলিন্ডার লাশবাহী এ্যাম্বুলেন্স সার্ভিস এবং বিভিন্ন সুরক্ষা সামগ্রী (ম্যাস্ক,হ্যান্ড স্যানিটাইজার) বিতরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা ছাত্রলীগের আয়োজনে ১নং সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ সোমবার দুপুরে আত্রাই (আহসানগঞ্জ) রেলওয়ে প্লাটফর্মে ও রেলওয়ে বস্তিবাসী ছিন্নমূল অসহায়, ক্ষতিগ্রস্ত ১৫০ জন অসহায়, দুস্থ মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক কাজী, আত্রাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরূপ, যুগ্ন সাধারন সম্পাদক এস এম সজল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমানুল্যাহ ফারুক বাচ্চু, রাসেল আলী, প্রান্তর প্রামানিক প্রমূখ।
Leave a Reply