1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

ভক্তদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন চিত্রনায়িকা শাহনূর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৮ বার পঠিত

বিনোদন ডেস্ক:

চলমান বৈশ্বিক করোনার মহামারীতে ভক্তদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর। তিনি তার অভিনয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। করোনা মহামারীর কারনে বন্ধ রয়েছে শুটিং। আর এই সময় তিনি তার ফেসবুক লাইভের মাধ্যমে তার ভক্তদের সচেতনতা বৃদ্দির লক্ষে কাজ করছেন।

এছাড়া নামাজ ও নফল রোজা রেখে সময় পার করছেন। চলমান এ লকডাউনের কিভাবে সময় কাটাচ্ছেন তা ভক্তদের সাথে শেয়ার করলেন এবং সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন।

তিনি বলেন, বর্তমান আমরা খুব খারাপ সময় পার করছি। এই সময় সরকার যে লকডাউন দিয়েছে আমরা সবাই তা মেনে চলবো।

আমার ভক্তদের উদ্যেশে আমি একটা কথাই বলবো, এই সময় আমরা কেউ সরকারের কোনো দোষ না ধরে নিজেরা সচেতন থাকবো। আর আমার পাশে যে লোকটি না খেয়ে আছে তাকে সাধ্য মত খাবার দেয়ার চেষ্টা করবো।
আমাদের সবার মনে রাখতে হবে আমরা এমন একটি সময় আছি বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, তাই ঘরে বসে আমরা সবাই আল্লাহর ইবাদত করবো, নামাজ পড়বো বেশি বেশি করে, নফল রোজা রাখবো।

তিনি আরো বলেন, আর যারা জরুরি কাজে বাসার বাইরে যাবেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ বিধি মেনে চলবেন। মনে রাখবেন দেশ আজ খারাপ সময়ে অবস্থান করছে। এসময় যার যার জায়গা থেকে মানুষকে সচেতন করতে হবে আর গরিবদের সাহায্য করতে হবে।

যারা সাহায্য করতে পারবে না, তারা অবশ্যই মানুষকে সচেতন করতে পারবেন। আর আমি আমার ফেসবুকে বিভিন্ন সচেতন মূলক পোস্ট করি আপনারা সবাই আমার ফেসবুকটি অনুসরণ করবেন। সেখানে আমি সকল ধরণের তথ্য দিয়ে থাকি।

আমাদের মতো যারা সেলিব্রেটি আছেন, যারা খেলোয়াড় আছেন, তাদের একটা কথায় বলি আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের ভক্তদের সচেতন করুন। এখন সময় এসেছে সকলে এক হয়ে হাতে হাত রেখে খারাপ সময়কে ভালো সময়ে পরিণতি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..