1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন

রায়পুরায় গুচ্ছগ্রামে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১২৯ বার পঠিত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের প্রথমদিন থেকেই মাঠে রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।

লকডাউনজনিত কারণে সাম্প্রতিক সময়ে বেকার ও ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। এছাড়াও ৩৩৩কল করলে খাদ্য সহায়তা পাচ্ছেন সুবিধা ভোগীরা।

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৬জুলাই) শ্রীনগর ইউনিয়নের পান্থশালা এলাকার গুচ্ছগ্রামে প্রায় অর্ধশত পারিবারের মাঝে খাদ্য সহায়তা প্রধান করেন তিনি।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সোনারবাংলা বিনির্মানে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আমরা দূরের ইউনিয়ন গুলোতে স্ব-শরীরে উপস্থিত হয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং ৩৩৩কল করলেও পেয়ে যাচ্ছে খাদ্য সহায়তা। এসময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাহিরে না যায় যেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

খাদ্য সহায়তা বিতরণী কার্যক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. বনি আমিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী নূরন্নবী, সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..