1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:১০ অপরাহ্ন

শেরপুরে গাছে গাছে  আল্লাহর গুণবাচক নামের লিফলেট

মোঃ মুরাদ হাসান
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৭৫ বার পঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে রাস্তার পাশে গাছে গাছে  আল্লাহর গুণবাচক নামের লিফলেট টানানো হয়েছে। শেরপুর  সদর উপজেলায় ১নং কামারেরচর ইউনিয়নের ও ২নং চরশেরপুর ইউনিয়নের কোনাগাড়া আনন্দ বাজার হতে লতারিয়া হয়ে ডুবারচর যাওয়ার  রাস্তায় গাছে গাছে  এ লিফলেট ৯ জুলাই বিকালে টানিয়ে দেয় হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ ছাত্র সংঘের সদস্য বৃন্দ।

আল্লাহর গুণবাচক নাম জিকির তাসবিহ সদূহের মধ্যে ছিল-লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার  ইত্যাদি ৷

এই সময় এই ক্লাবের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেনের কাছে গাছের লিফলেট টানানোর কারণ জানতে চাইলে তিনি জোনাকি টেলিভিশনকে জানান,  ‘এই লিফলেট টানানোর উদেশ্য হলো মানুষ কে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, যে সময়টুকু সে রাস্তা দিয়ে হাটবে ওই সময় টা যেন আল্লাহ তালার যিকিরে ব্যস্ত থাকে। আমরা সবাই জানি যিকির দ্বারা মানুষ অন্তরের মরিচীকা দূর হয়, মানুষিক প্রশান্তি আসে, যা আমাদের একটি সুন্দর সমাজ উপহার দিতে সহায়তা করবে।’

তিনি এই মহৎ কাজ এর সাথে যুক্ত থাকার জন্যে ক্লাব এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ  জানান ।

করোনা মহামারি এই সময়ে সকলকে  ঘরে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন,  ‘জীবাণু মুক্ত থাকুন,  সুস্থ থাকুন, নিজে মাস্ক পরিধান করুন অন্যকে পড়তে উৎসাহিত করুন। আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন, আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে মুক্তি দেন। আমিন।’

এসময় ক্লাবের সভাপতি ও লাল সবুজের স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হাসান বলেন, ‘আমাদের ক্লাবের উদ্দেশ্য হচ্ছে সমাজে ইসলামী কার্যকলাপ প্রতিষ্ঠা করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে ইসলামের দ্বীনের প্রতি আহবান করা ৷ ’

তিনি আরো বলেন আমাদের কার্যক্রম গুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কার্যক্রম হলো মসজিদে মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা ব্যবস্থা করা, ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো ৷ যেসব কাজ করলে সদকায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরও পাওয়া যাবে, এসব কাজে অংশগ্রহণ করা ৷ তারই ধারাবাহিকতায় ৯ জুলাই শুক্রবার আমাদের ক্লাবের সদস্যরা কোনাগাড়া বাজার হতে ডুবারচর যাওয়ার পথে প্রায় অর্ধশতক লিফলেট টানিয়েছে ৷ যদি কোনো পথচারী লিফলেট এর দিকে তাকিয়ে একবার হলেও তাসবিহ পাঠ করে তাতেই আমাদের সফলতা ৷ এমনকি এরকম ইসলামী কার্যকলাপ দেখে অন্যান্য যুবকরা যেন বদ দ্বীন থেকে ফিরে আসে ইসলামের কাজের প্রতি উৎসাহিত হয় ৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ হাসান, আসলাম মিয়া, নজরুল ইসলাম, মোবারক হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..