পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে চলমান লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ শোভাযাত্রা বের করেছেন থানা পুলিশ। শনিবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীনের নেতৃত্বে এই বর্নাঢ্য বিশেষ গাড়ি শোভাযাত্রা টি বের করা হয়।
বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে করোনাকালীন সময়ে পঞ্চগড় জেলা পুলিশের নির্দেশক্রমে আটোয়ারী থানা পুলিশ বিশেষ শোভাযাত্রা বের করেন।
উপ পুলিশ পরিদর্শক দীপেন্দ্র নাথ সিংহের তদারকিতে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসাধারনকে সরকারি বিধি নিষেধ পালনে উৎসাহিত করতে শোভাযাত্রাটি আটোয়ারীর বেশ কিছু প্রধান প্রধান হাটবাজার ঘুরে থানায় এসে শেষ হয়।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে আটোয়ারী উপজেলায় শুক্রবার পর্যন্ত মোট ৭০ জন করোনায় আক্রান্ত হয়। বর্তমানে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন এবং মারা গেছেন ২ জন।
ভারত সীমান্ত ঘেঁষা আটোয়ারী উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে করোনার প্রাদুর্ভাব শুরু থেকে আটোয়ারী থানা পুলিশের অবদান স্মরনীয় হয়ে রয়েছে।
Leave a Reply