পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-টঙ্গী মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখানও তাদের পরিচয় মেলেনি। ফলে ময়না তদন্তের পর বেওয়ারিশ লাশ হিসেবে তাদের মরদেহ দাফন করে পুলিশ। মৃত দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১২ ও অন্য জনের বয়স ১৪/১৫ বছর হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) জহিরুল আলম জানান, গত শনিবার রাত ১ টার দিকে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের ভাগদী কদমতলা থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য তাদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখানও অজ্ঞাত দুই কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহ গুলো থেকে তাদের ডিএনএ সেম্পল রাখা হয়েছে। এছাড়া বেতার বার্তা পাঠানোসহ আশপাশের থানা গুলোকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ১ টার দিকে ঘোড়াশাল টঙ্গী মহাসড়কের ভাগদী কদমতলা এলাকায় সড়কের উপর মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে রাতে কোনো একসময় ভাড়ি কোনো যানবাহনের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
Leave a Reply