আড়াইহাজার সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের চালানো এই অভিযানে তিনটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে।
তবে ওই বাড়িতে কতজন জঙ্গি আছে বা বোমা তৈরির আস্তানায় কী পরিমাণ বোমা ও সরঞ্জাম রয়েছে তা এখনো জানা যায়নি। অভিযান শেষে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল (সিটিটিসি) এর প্রধান আসাদুজ্জামান বলেন- রবিবার থেকে নোয়াগাঁও এলাক র্যাব, পুলিশের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে পুরো এলাকা। নব্য জিএমবির সদস্য আবদুল্লাহ আল আল মামুন ওরফে ডেবিড ক্লিলার নামের এক জঙ্গিকে মটর সাইকেলসহ রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন ওরফে ডেবিড ক্লিলার নোয়াগাঁও এর একটি মসজিদের উমামতি করতেন এবং সে মসজিদের পাশের নোয়াগাঁও এলাকায় ফজলুল হকের মালিকানাধীন মিয়া বাড়ি নামে পরিচিত ওই বাড়িতে থাকতেন। সে নব্য জিএমবি’র একজন সক্রিয় সদস্য হওয়ার সুবাদে নব্য জঙ্গি সদস্য সংগ্রহ ও বোমা বানানোর আস্তানা গড়ে তুলেছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের পর আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার জঙ্গি আস্তানার বিষয়ে জানা যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মিয়া বাড়ি জঙ্গি আস্তানায় যান সিটিটিসি সদস্যরা এবং রবিবার সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রাখে। রাত ১০টার পর অভিযান শুরু হয়। ইতোমধ্যে তিন বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের মদনপুরে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply