সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলায় শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের প্রথম ডোজ।
সোমবার প্রথম দিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন শ্রেনী-পেশার ৪শ ৩৬ জন লোক ভ্যাকসিন গ্রহন করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ আরমান জানান, দ্বিতীয় ধাপে প্রথম ডোজ নিতে সোমবার দুপুর পর্যন্ত অনলাইনে ১হাজার ৮শ টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে আজ প্রথম দিনে ৪ শত ৩৬ জন ভ্যাকসিন গ্রহন করেছে নিবন্ধনকারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভ্যাকসিন গ্রহনের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আশা করি ভ্যাকসিনে সংকট হবে না।
উল্লেখ, এ পর্যন্ত রায়পুরা উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৫৮জন। এর মধ্যে ৬জন নিহত হয়। ভ্যাকসিনে প্রথম ধাপে প্রথম ডোজ গ্রহন করেন ৬হাজার ৮শ ৯৯জন। দ্বিতীয় ডোজ নেন ৫ হাজার ৪শ ১জন। বর্তমানে ৭জন করোনা রোগী যার যার নিজ বাড়িতে ও ১ জন হাসপাতালে আইসোলেশনে আছেন।
Leave a Reply