নিজস্ব প্রতিবেদক
নরসিংদী শিবপুরে মহাসড়ক দুর্ঘটনায় ঝরল রুবেল (২০) নামে এক মোটর সাইকেল আরোহী তাজা প্রাণ। সোমবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা পুলিশ চেক পোস্টের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল শিবপুর উপজেলার শাষপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায যায়, বিকেলে বাড়ি থেকে রুবেল তার মোটরসাইকেল যোগে ইটাখলা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা পুলিশ চেক পোস্টের অল্প দূরে আসলে একটি চলন্ত অজ্ঞাত যান তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যূ হয়।খবর পেয়ে ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার এস আই খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন ফলে জনসমাগম কম থাকায় কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ সঠিক করে বলতে পারছেন না। তিনি বলেন, মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকলে হয়তো ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হতো।
Leave a Reply