1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০০ অপরাহ্ন

নরসিংদীতে ডাকাতি করতে এসে গৃহকর্তার ছেলে খুন; নগদ টাকাসহ স্বর্নালংকার লুট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে ডাকাতি করতে এসে বাঁধা দেওয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩২) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাত দলের সদস্যরা। এসময় নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। শুক্রবার (১৬) জুলাই ভোর সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াত এর ছেলে ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলার ওই বাড়ির পেছনের দিকের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত পা বেধে ফেলে। ডাকাত দলের সদস্যরা টাকা ও স্বর্নালংকার লুট শুরু করলে গৃহকর্তার ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ মোবাইল ফোনে বন্ধুদেরকে ডাকাতির খবর দেয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে। আরিফকে এলোপাতারি ছুরিকাঘাত করার দৃশ্য দেখে বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ডাকাত দল ৫ ভরি স্বর্নালংকার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানান গৃহকর্তা মোবারক হায়াত জানান ।

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার ঘটনাটি ডাকাতি না কি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..