নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় উপজেলার দূর্গম চরাঞ্চলের একটি ইউনিয়ন চরমধুয়া। চারপাশে মেঘনা দ্বারা পরিবেষ্টিত জনপদটি যেনো একটি দ্বীপ। এখানে প্রতিনিয়ত নদী ভাঙ্গনের শিকার মানুষের সংখ্যা বেড়েই চলছে।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মহামারী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে সরকারের বিভিন্ন প্রয়াসের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
শুক্রবার (১৬জুলাই) সরেজমিন উপস্থিত থেকে উক্ত খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তাহমিনা মানিক, যমুনা ব্যাংক নরসিংদী শাখা ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, চরমধুয়া ইউপি চেয়ারম্যান সালাম শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply