1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে নৌকাডুবি; ১৭ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৯৬ বার পঠিত

জোনাকী আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মৃতদের কারও নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে।

বুধবার (২১ জুলাই) তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জানা যায়, লিবিয়ার জুওয়ারা থেকে ইতালি যাওয়ার সময় তাদের মৃত্যু হয়। এ সময় বিভিন্ন দেশের ৩৮০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে রওনা দেয়া নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলে।

সংস্থাটির কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ বাংলাদেশি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজার ২০০ এর বেশি শরণার্থী সমুদ্রে প্রাণ হারিয়েছে।

সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। ইতালিতে পৌঁছানোর লক্ষ্যে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার ঘটনা এখন বেড়েছে।

গত কয়েক বছরে ইউরোপের প্রধান মন্তব্য ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের সংখ্যা অনেকটা কমলেও ২০২১ সালে সেই সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দারিদ্র কবলিত অঞ্চলগুলো থেকে অবৈধভাবে নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টা এসব অভিবাসন প্রত্যাশীদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..