রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ এর পিতা ফিরোজ আলম এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
সোমবার (২৬ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কনফারেন্স রুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷
প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক অজয় সাহার পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মো: জয়নুল আবেদীন, উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুর নবী, খাদ্য কর্মকর্তা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন, উপদেষ্টা আবুল কালাম আজাদ, বশির আহমেদ মোল্লা, সহ-সভাপতি রফিকুল হক, এস এম শরীফ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ তন্ময় সাহা, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, প্রকাশনা ও গ্রন্থানাগার সম্পাদক একেএম সেলিম, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাছিম সহ ক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২৩ জুলাই ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর৷ তিনি ৬ ছেলে ও এক মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে যান।
Leave a Reply