শেরপুর প্রতিনিধি
শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নে লতারিয়া গ্রামে খেলা অনুষ্ঠিত হয় ৷ খেলায় অংশগ্রহণ নেয় লাল সবুজ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বনাম হিলফুল ফুজুল ফুটবল একাদশ ৷
নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য অবস্থায় থাকলে রেফারির সিদ্ধান্তে খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে ৫টি করে প্লান্টিক সটে হিলফুল ফুযুল ফুটবল একাদশ ৩ টি মিস করে এবং তাদের ২টি সট জালে জড়াতে সক্ষম হয়। অপর দিকে লাল সবুজ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৪টি সটই মিস করে ১টি মাত্র গোল করতে সমর্থ হয়। ফলে হিলফুল ফুযুল ফুটবল একাদশ ২/১ গোলে জয় লাভ করে। খেলা ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে পুরস্কার তুলে নেন আসিফ হাসান ৷
জামালপুর উপজেলা পরিষদের আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কামারেরচর ইউপি চেয়ারম্যান ও শেরপুর জেলা যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।
হিলফুল ফুযুল ক্লাবের সভাপতি ও লাল সবুজ স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুরাদ হাসানের সঞ্চালনায় ,অন্যান্যদেের মধ্যে উপস্হিত ছিলেন ,দৈনিক তথ্যধারার চিপ রিপোটার আসাদুজ্জামান মুরাদ,আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক আহসান হাবীব,আবু সাঈদ প্রমুখ ৷
দৈনিক তথ্যধারার চিপ রিপোটার আসাদুজ্জামান মুরাদ,আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক আহসান হাবীব,আবু সাঈদ প্রমুখ
সভাপতির বক্তব্যে মোহাম্মদ খায়রুল বাশার রাজু বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে ৷ ফুটবল খেলা বাংলাদেশ একটি জনপ্রিয় খেলা বৃদ্ধ, যুবক সকলেই আনন্দ-ফূর্তি উপভোগের খোরাক জোগায়।
প্রধান অতিথি বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন. খেলার মাধ্যমে ছেলেমেয়েরা মাদকাসক্ত, ইভটিজিং ইত্যাদি অন্যায় কাজ থেকে বিরত রাখে। খেলাধুলাই পারে সকল প্রকার দুশ্চিন্তা ও নেশা থেকে নিজেকে বিরত রাখতে ৷ তাই খেলাধুলার কোন বিকল্প নাই৷
তিনি আরও বলেন বর্তমান করোনা মহামারি আকার ধারণ করায় শনাক্ত ও মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থা আমাদের সকলের উচিত নিজে মাস্ক পরা, অপরকে মাক্স পড়তে উৎসাহিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ভ্যাকসিন গ্রহণ করা, তাহলেই সম্ভব করোনা মোকাবেলা করা ইনশাআল্লাহ ৷
খেলা শেষে বিজয়ী ও বিজীত উভয় দলের খেলোয়ারদের হাতে নগদ ৫ হাজার টাকা করে উপহার মানি তুলে দেন অতিথিরা ৷
Leave a Reply