মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
করোনায় আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্যে “সাপোর্ট ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।বৃ
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে আটটায় মাধবদীর দেওয়ান মঞ্জিলে এক সেমিনারের সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাপোর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রোমান মিয়া, সদস্যবৃন্দ এবং মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার এ মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার বলেন, করোনা ভাইরাসের প্রকোপে সমগ্র বিশ্ব আজ বিপর্যস্ত। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অবস্থা খুবই নাজুক। আমাদের যুব সমাজ যখন বিপর্যয়ের দ্বার প্রান্তে ঠিক সেই সময় একঝাঁক তরুণ ছাত্রদের সমন্বয়ে গঠিত সাপোর্ট ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ সত্যিই খুব প্রশংসার দাবিদার। তাই যুবসমাজের এ মহতী উদ্যোগকে নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে সাপোর্ট ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রোমান মিয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবার ব্রত নিয়ে আগ্রহী সদস্যদের সমন্বয়ে চলতি বছরের ২৬ শে মার্চ আমাদের এ সংগঠনের যাত্রা শুরু করি। এই দল করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহযোগিতা করবে। প্রয়োজনে মানুষকে টিকার আওতায় আনতে সহযোগিতা করা হবে। বর্তমানে স্বল্প সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।
করোনা আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে নিম্নে প্রদত্ত হটলাইন নম্বর (রোমান-01740-950260, মোবারক-01782-135626, কাউসার- 01910-204112, নাঈম-01674-755880, ইব্রাহিম-01934-911700) যোগাযোগ করলে স্বেচ্ছাসেবী টিম দ্রুততার সাথে রোগীর নিকট অক্সিজেন পৌঁছে দিতে সহায়তা করবে।
এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাধবদী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, সংগঠনের সদস্য লায়ন মোবারক হোসেন,নাঈম,ও মোসাম্মৎ সুইটি আক্তার।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply