1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

কঠোর লকডাউনের মধ্যেও থেমেনেই মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার

জাহিদুল ইসলাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৭৭ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

কঠোর লকডাউনের মধ্যেও থেমে নেই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার। গত ১০ দিনে মহেশপুর ৫৮ বিজিবি ৫৫ জন কে অবৈধ ভাবে পারা পারের সময় আটক করেছে।

৫৮ বিজিবি সুত্রে জানা যায়, ২৯ জুলাই খোশালপুর বিওপির টহল দল নেপা বাজার থেকে ১ জনকে, মাঠিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে পারগোপালপুর ব্রিজের উপর হতে ২৯ জুলাই ২ জন ও ২৮ জুলাই ১ জনকে, ২৫ জুলাই বাঘাডাঙ্গা বিওপির টহল দল হুদাপাড়া গ্রামের একটি আম বাগানের মধ্যে হতে ১জন নারীকে, ২৪ জুলাই শ্যামকুড় বিওপির টহল ১ জনকে, একই তারিখে শরিষাঘাটা থেকে ৩ জনকে, ২৩ জুলাই একাশিপাড়া থেকে ৩ জনকে, একই তারিখে সুন্দরপুর হতে ৪ জন, জামতলাপাড়া হতে ২ জনকে, ২১ জুলাই পারঘাটা থেকে ২জনকে, একই তারিখে মাঠিলা গ্রাম থেকে ৫ জনকে, জলুলী গ্রাম থেকে ১০ জনকে, ২০ জুলাই সলেমানপুর গ্রাম থেকে ৬ জনকে, একই তারিখে মাঠিলা গ্রাম থেকে ৯ জনকে ও জীবননগর থেকে ৪ জনকে আটক করে। এলাকাবাসী সুত্রে জানাগেছে যা আটক হয়েছে তার চেয়ে অনেক বেশী বিজিবির চোখ ফাকি দিয়ে দালালের মাধ্যমে চলে গেছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের মহেশপুর পৌর মহিলা কলেজে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..