শেরপুর প্রতিনিধি
দেশব্যাপী কর্মসূচী অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে করোনা হেল্প সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে ৷ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে শেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে কোভিট-১৯ হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ৷
সারাদেশে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করায় মানুষের পাশে দাড়াতে বাংলাদেশের অন্যান্য জেলার মত শেরপুর জেলায় এ করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয় ৷
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল’র সভাপতিত্বে হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন , সারা বাংলাদেশে আজ পর্যন্ত ৬৫টি হেল্প সেন্টার চালু করা হয় কোথাও পুলিশি বাধা আসেনি আজ শেরপুরে পুলিশি বাধা আসায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ৷ বাংলাদেশের যে পরিমাণ টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য গরীব দেশের চেয়েও কম ৷ তিনি আরো বলেন ৭৩ বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান সেইসাথে তারেক রহমানকে তাদের পাশে চান৷ জনগণের দুঃসময়ে সকল নেতৃবৃন্দ দের পাশে থাকার আহ্বান জানিয়ে কোভিট -১৯ হেল্প সেন্টার শুভ উদ্বোধন করেন ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।।
সভাপতির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, বর্তমানে দেশের অধিকাংশ লোক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসা পান এবং অক্সিজেনের অভাবে যাতে গরীব অসহায় মানুষগুলো প্রাণ না হারায় সেই লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অসহায় মানুর পাশে দাঁড়াতে পারে তারই অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপি’র কার্যালয় করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয় ৷
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশে আজ রাজনৈতিক, সমাজতন্ত্রের কোন পরিবেশ নেই সারা দেশে করোনা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করায় এর জন্য বর্তমান সরকারকে দায়ী করেন তিনি৷ সকলকে ঐক্যবদ্ধ হয়ে তিনি গণতন্র ফিরিয়ে আনার আহবান জানান ৷
জেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী বলেন ,শেরপুরে যে সকল করোনা রোগীর অক্সিজেনের অভাব তাদের কে অক্সিজেন ,করোনা ঔষধ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী পৌছায়ে দেওয়ার কথা বলেন ৷
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন এর সঞ্চালনায় , অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক আতাহার হোসেন আতা ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ ,জেলা ছাত্রদলের সভাপতি শওকত ও সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ প্রমুখ৷
Leave a Reply