বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জৈষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাত হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পরে যুব ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির দেশিয় শতাধিক চারা বিতরন করেন।
Leave a Reply