মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায়
করোনা ভাইরাসে নতুন করে ১০৮ জন এর নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ৩৪ জন নতুন করে শনাক্ত হয়েছে।নতুন শনাক্তদের মধ্যে (সদর- ২৪, গাংনী-৫ ও মুজিবনগর-৫) জন। জেলায় বর্তমানে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৩ জন। (সদর- ১৬৮, গাংনী-২৭৬, মুজিবনগর – ৯৯) জন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা-১৫৪ জন। (সদর-৭০, গাংনী- ৫১, মুজিবনগর -৩৩)।
জেলায় আজ সকাল ৮টা পর্যন্ত সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। মোট সুস্থ ৩ হাজার ৪শ’ ৮ জন। (সদর-১৬৩৯, গাংনী -১৩০১, মুজিবনগর-৪৬৮) জন।
জেলায় মোট ট্রান্সফার্ড-১২০ জন। (সদর- ৭৭, গাংনী-১৮, মুজিবনগর -২৫) জন।
জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক জনস্বার্থে সামাজিক দূরত্ব মেনে চলা, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা, মাস্ক ব্যাবহার করা, জনসমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার পরামর্শ দিয়েছেন।
Leave a Reply